
অপহরণ রোধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও পাহাড়ে অস্থায়ী ঘাঁটি স্থাপনসহ ছয় দাবিতে টেকনাফের বাহারছড়ায় ব্লকেড কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আপামর ছাত্র-জনতার উদ্যোগে শামলাপুর ইউনিয়নের মেজর সিনহা স্মৃতি চত্বর ফলকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মেরিন ড্রাইভ সড়ক অবরোধের মধ্য দিয়ে আধ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে পর্যটক ব্যস্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা। কর্মসূচি পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের সভাপতি জয়নাল আবেদীন, বাহারছড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শাহাজালাল এবং মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
কর্মসূচি চলাকালে সেখানে উপস্থিত হন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। ৬ দফা দাবির বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক। অভিযানে আমরা কাজ করছি এবং এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এ বিষয়ে সকল কর্মকর্তা তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত আছেন’।
জয়নাল আবেদীন ঘোষণা করেন, অপহরণ রোধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও পাহাড়ে অস্থায়ী ঘাঁটি স্থাপনসহ ৬টি দাবিতে ৪ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মনজুর, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মো. রফিক উল্লাহ, বাহারছড়া উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সদস্য সচিব মো. ইলিয়াস, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহার সিকদারসহ অসংখ্য ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পারভেজ