চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

উখিয়ায় স্ত্রীকে মেরে খালে ভাসিয়ে দেওয়া সেই স্বামী গ্রেপ্তার

কক্সবাজারে স্ত্রীকে হত্যার পর বস্তায় ভরে খালে ভাসিয়ে দেওয়া সেই স্বামী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

২ ডিসেম্বর, ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় এক মাস আগে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া অর্ধগলিত নারী রহিমা আক্তার (৩০) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা রহিমা আক্তারের সাথে জসিম উদ্দিনের ১০ বছর আগে বিয়ে হয়। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ও পারিবারিক কলহ চলছিল। জসিম প্রায়শই রহিমাকে তালাক দেওয়া ও প্রাণনাশের হুমকি দিতেন। গত ৬ নভেম্বর রাত ১১টা থেকে রহিমা নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর (১৩ নভেম্বর) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের তচ্ছাখালী খাল থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রহিমার মা সেলিনা আক্তার বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর সন্ধ্যায় জসিম তার স্ত্রীকে শ্বশুরবাড়ি নেওয়ার কথা বলে ৪ নম্বর আসামি মোবারকের সহযোগিতায় বাড়ির পাশে একটি খালি জমিতে নিয়ে যান। সেখানে হাত-পা ধরে গলায় ছুরিকাঘাত করে রহিমাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সেখানেই লাশটি মাটিচাপা দিয়ে রাখেন। পরদিন সকালে স্থানীয়রা ঘটনাস্থলে রক্ত দেখে সন্দেহ করলে জসিম মিথ্যা বলেন যে সেখানে তার মৃত গরু পুঁতে রাখা হয়েছে।

এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও কানাঘুষা শুরু হলে প্রকৃত ঘটনা আড়াল করতে ওইদিন রাত ১০টার দিকে জসিম তার সহযোগী মোবারককে নিয়ে মাটি থেকে লাশ তুলে বস্তাবন্দি করে তচ্ছাখালী খালে ভাসিয়ে দেয়।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এ ঘটনার মূলহোতা জসিম উদ্দিনকে বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট