
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সাথে হাত এবং গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগান মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া (১৭) লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মো. আলীর ছেলে।
উদালিয়া বিট ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/এএইচ