চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

১০ মাস পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ করলেন ব্যবসায়ী-স্থানীয়রা

১০ মাস পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ করলেন ব্যবসায়ী-স্থানীয়রা

টেকনাফ সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৫ | ৭:৩৩ অপরাহ্ণ

দীর্ঘ ১০ মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের আগমনে প্রাণ ফিরেছে সেন্টমার্টিন দ্বীপে।

আজ সোমবার (১ লা ডিসেম্বর) কর্ণফুলী এক্সপ্রেস, বার আউলিয়া ও কেয়ারী এই তিনটি জাহাজে ১২০০ শ পর্যটক দ্বীপে পৌঁছালে ফুলের তোড়া হাতে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে পর্যটকদের হাতে তুলে দেওয়া হয় প্রচারপত্র।

দীর্ঘদিন পর্যটক খরায় স্থবির দ্বীপে যেন নতুন আশার সঞ্চার করেছে এই তিনটি জাহাজ । স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, পর্যটন মৌসুমের সূচনায় দ্বীপজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এর আগে সরকারি নিষেধাজ্ঞায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দীর্ঘ ১০ মাস সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট