চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি, সেন্টমার্টিনগামী জাহাজকে অর্ধ লাখ টাকা জরিমানা

ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি, সেন্টমার্টিনগামী জাহাজকে অর্ধ লাখ টাকা জরিমানা

টেকনাফ সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৫ | ৩:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চালুর প্রথম দিনই জরিমানা গুনলো জাহাজ কেয়ারি সিন্দবাদ।

 

সোমবার (১ ডিসেম্বর) সকালে সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।

 

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে মৌসুমের প্রথম দিন জাহাজ চলাচল শুরুর আগে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে তদারকির সময় অনিয়ম ধরা পড়ে।

 

নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে ট্রাভেল পাস ছাড়াই ১ হাজার ৮’শ টাকা করে টিকিট বিক্রির প্রমাণ মিলেছে। এ কারণে কেয়ারি সিন্দবাদকে অর্থদণ্ড এবং ভবিষ্যতে এমন অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্ক বার্তাও দেওয়া হয়। কক্সবাজারের স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট কিনতে পারলেও অন্যান্য পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক। প্রথম দিন তিনটি জাহাজে ১ হাজার ১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে গিয়েছেন। পরিবেশ সুরক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ রাখা হয়েছে। পর্যটকদের বিশেষ পরিবেশবান্ধব বোতল সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট