
চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মো. এরশাদ ও হ্নদয় নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে গহিরা-ফটিকছড়ি সড়কের নানুপুর-বিনাজুরি এলাকায়িএ মিছিল করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জন নেতা-কর্মীরা নানুপুরের লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। তবে নেতৃত্বদানকারী প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. জাহিদের মুখ খোলা দেখা যায়।
এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা স্লোগান দেয়, ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’। ‘চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে’,‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
মিছিলের ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সমালোচনা করে নানা মন্তব্য করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে মো. এরশাদ ও হ্নদয় নামের দুই আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর