চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৫ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. নাছিরকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার নাছির উপজেলার চাঁনপুর এলাকার মো. ইসহাকের ছেলে।

 

রবিবার (৩০ নভেম্বর) উপজেলার বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গত ২ নভেম্বর অটোরিকশা চালক মো. মামুনুর রশীদ প্রতিদিনের ন্যায় ঘর থেকে বের হয়। পথে মোক্তার হোসেন নামে এক ব্যক্তি তাকে ভাড়া আছে বলে চানঁপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোক্তার হোসেন ও তার সহযোগীরা অটোরিকশা চালক মামুনকে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছিরকে বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট