
কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা পাচারের দায়ে দুই মাদক কারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩)। একই ইউনিয়নের মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৬ সালে হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে আসার সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আব্দুর রহমান ও নুর মোহাম্মদকে আটক করে। তবে বাকি তিনজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বস্তা থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছিল ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় বিজিবির এক সদস্য বাদী হয়ে আটককৃত দুইজনসহ মোট ৬ জনকে আসামি করে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রোববার দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পূর্বকোণ/পারভেজ