
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ্-এর উদ্যোগে শনিবার রাত আটটার দিকে উপজেলার উত্তর গুয়াপঞ্চক এলাকার একটি মসজিদে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, বিএনপি নেতা নুর মিয়া, কৃষক দল নেতা জসীম উদ্দীন,যুবদল নেতা ইব্রাহিম শাহ, নাজিম উদ্দিন শাহ,ইমরান শাহ, ফোরকান শাহ,জয়নাল আবেদীন, মিজানুর রহমান,আইয়ু আলী,ইসাক খান,সালামত আলী খান আলাউদ্দিন খান,আবু তাহের স্থানীয় বিএনপি নেতা-কর্মী,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
অ্যাডভোকেট লোকমান শাহ্ বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আজ সময়ের দাবি। আমরা সবাই তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহানুর। দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পূর্বকোণ/এএইচ