চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে একরাতে ৬টি গরু চুরি

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

২৯ নভেম্বর, ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ১০ দিনের ব্যবধানে আবারও গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রান্তিক গরুর খামারিরা।

এর আগে ১৮ নভেম্বর রাতে জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকা থেকে একসাথে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রাম থেকে ৬টি গরু চুরি হয়। চোরের দল প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২টি, নুরুল মোস্তফার ১টি, নিজাম উদ্দিনের ১টি ও মুসলিম উদ্দিনের ২টি গরু নিয়ে গেছে।

ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, আমরা তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টিসহ ৬টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট