চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

২৯ নভেম্বর, ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যবসায়ী মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷

শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ব্যবসার উদ্দেশ্য ঢাকা থেকে আনারস, পেঁপে, কাচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ শনিবার ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলে ব্যবসায়ী নিহত হন৷

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি৷ মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোয় দুর্ঘটনা দিন দিন বাড়ছে৷

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, শনিবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মরদেহ থানায় নিয়ে আসা হয়৷ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷ বেপরোয়া গতি আর চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ৷

পূর্বকোণ/সাদমান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট