চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারকালে ডাম্পার জব্দ

উখিয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে কিছু বন ও মাটি খেকো চক্র পালংখালী ইউনিয়নের থাইংখালী বনবিটের আওতাধীন চোরা খোলা এলাকার সংরক্ষিত বনভূমির বাগান নিধন করে আসছিল। তারা রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করে পাহাড় কাটছিল এবং ডাম্পারযোগে মাটি পাচার করছিল। বৃহস্পতিবার রাতের অভিযানে মাটিভর্তি অবৈধ ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের সৃজিত বাগান ধ্বংস করে ডাম্পারযোগে মাটি পাচারের অভিযোগে গাড়িটি জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/কায়সার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট