চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৫ | ৩:৩০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক থেকে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড তাজা কার্তুজসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় কক্সবাজার সদর মডেল থানার একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিন যুবক হলেন- কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত খোরশেদ আলমের পুত্র সাইফুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. ইউনুছের পুত্র মো. রিদুয়ান হোসাইন এবং মো. বাবুলের পুত্র মো. ফাহিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট