চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে ব্যবসায়ীকে মারধর, মোবাইল ও নগদ টাকা লুট

রাউজানে ব্যবসায়ীকে মারধর, মোবাইল ও নগদ টাকা লুট

রাউজান সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৫ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়েছে ৭-৮ জন দুর্বৃত্ত। এ সময় তারা দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ওই ব্যবসায়ীর পরিবার। 

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তিনি নোয়াপাড়া পথেরহাটের কলিম উল্লাহ টাওয়ার নামের একটি বিপনী বিতানের মালিক।

শহিদুল ইসলামের স্ত্রী লুৎফুন্নেছা মুন্নী অভিযোগ করে বলেন- একজন ব্যবসায়ী মানুষকে এভাবে রাস্তায় প্রকাশ্যে কেন পেটানো হলো সেটাই বুঝতে পারছি না। টাকা লাগলে নিয়ে যেতো, কিন্তু একটা মানুষকে এভাবে পেটানোর বিচার চাই।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট