চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে শহরে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নানা অপরাধে কক্সবাজারের ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার শহর ও কলাতলী এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসবের মধ্যে তিনটি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কলাতলী মেইন রোডের মেজ্জান ডাইনকে ২০ হাজার টাকা, সায়মন রোডের রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং কলাতলীর পুরাতন শালিক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানদণ্ড পরিমাপ আইন লঙ্ঘনের দায়ে বিমানবন্দর রোডের ফ্রেন্ডস বিজনেস ডেভলিপং ফার্মকে ৬০ হাজার টাকা এবং বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে টেকপাড়ার জলধারা ড্রিংকিং ওয়াটারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/কেএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট