চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২৭ নভেম্বর, ২০২৫ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও মো. হাফিজ (৩০)। এদের মধ্যে সাইফুল ইসলাম মানিকছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে। মো. হাফিজ পথচারী বলে জানা গেছে। তিনি মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে আরও দুইজন আহত হয়েছেন।

তারা হলেন- মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট