চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

টেকনাফ সংবাদদাতা   

২৬ নভেম্বর, ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজরের বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন পৃথক অভিযানে দেড় কোটি টাকা মুল্যের ৫০ হাজার ইয়াবা এবং ২০ লিটার দেশি চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ও বিকেলে নাফ নদী সংলগ্ন জিন্নাখাল ও দমদমিয়া চেকপোষ্টে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মো. শফির পুত্র মো. গফুর আলম (২৪) এবং হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফুলের ডেইল গ্রামের নজু মিয়ার পুত্র মো. হেলাল উদ্দিন।

 

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক আশিকুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পরিবহনের দায়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। আটককৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও ইয়াবা উদ্ধারের মামলায় আরও ২ জনকে পলাতক আসামি করা হয়েছে।

 

তিনি আরও জানান, গত ১৬৮ ঘণ্টায় ৮টি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ৪ লাখ ৯১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ১২ জন আসামিকে আইনের হাতে সোপর্দ করেছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট