
রাঙামাটির কাউখালী উপজেলার এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তু লারমার জেএসএস ও প্রসীতপন্থী ইউপিডিএফ সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্তু লারমার জেএসএস গ্রুফের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানাগেছে। নিহতের পরিচয় গোপন করে লাশ গুম করে রাখা হয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।
বুধবার বিকালে কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম রইশ্যাবিলি নামক এলাকায় এই ঘটনা ঘটে। উভয়ের মধ্যে প্রায় ১৫০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানা যায়।
স্থানীয়রা জানান, কাউখালী ও রাঙ্গুনীয়া সীমান্ত এলাকা রইস্যাবিলি এলাকাটি প্রসীতপন্থী ইউপিডিএফ সদস্যদের দখলে ছিলো কিন্তু গত একসাপ্তাহ পর্যন্ত এলাকাটিতে সন্তু লারমার জেএসএস গ্রুফ দখল নিতে ঢুকে পড়ে।
মূলত আধিপত্য বিস্তার নিয়ে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বিকাল ৪টা থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেলেও বিকাল ৫টা থেকে মুহূর্মুহু গুলির শব্দ শুনেন স্থানীয়রা।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সূত্রের মাধ্যমে শুনেছি রাঙ্গুনিয়া ও কাউখালী সীমান্ত এলাকা রইস্যাবিলি এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তু লারমার জেএসএস ও প্রসীতপন্থী ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো নিহতের নাম পরিচয় পাইনি। এলাকাটি দুর্ঘম হওয়াতে এখনো নিশ্চিত করতে পারছিনা, নিশ্চিত হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত সংগঠন দুটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বকোণ/পারভেজ