চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নাফ নদী থেকে ২ লক্ষাধিক ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

নাফ নদীতে মিলল ২ লক্ষাধিক ইয়াবা, মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৫ | ৪:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৭ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের এক নাগরিকেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উলুচামারী গ্রামের কালা মিয়ার ছেলে মো. জালাল প্রকাশ লাল জালালসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে পলাতক আসামি করা হয়েছে।

গ্রেপ্তার মো. হাকিম আলী (৫৪) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মাংগালা গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, আজ সকালে এবং গতকাল গভীর রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৭ হাজার ৮০০টি ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামিকে ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নাফ নদী ও তীরবর্তী অঞ্চলে আন্তঃসীমান্ত অপরাধ, গত ১৪৪ ঘণ্টায় ৬টি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা ও ১০ জন আসামি আইনের হাতে সোপর্দ করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট