
কক্সবাজরে টেকনাফে মুরগীর খামার থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ মো. শামীম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) উপজেলার হোয়াইক্যং কুতুবদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। শামীম হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজের পুত্র।
সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কুতুবদিয়া পাড়া এলাকায় ধৃত আসামি শামীমের মালিকানাধীন মুরগির খামারে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সময় মো. শামীমকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ