চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

টেকনাফ সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৫ | ৬:১৭ অপরাহ্ণ

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে ৪৫০ বস্তা বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা কে তাদের আটক করা হয়।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ১টি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় ২ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট