চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে মহিলাদলের সম্পাদকের ওপর হামলার অভিযোগে মামলা

সন্দ্বীপে মহিলাদলের সম্পাদকের ওপর হামলার অভিযোগে মামলা

সন্দ্বীপ সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক পারভীন আক্তারের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের একটি সড়কের পাশে এ হামলার ঘটনা ঘটে। 

 

পারভীন আক্তার জানান, রাজনৈতিক বিদ্বেষ থেকে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন সকালে মিলন নামের এক আওয়ামী লীগ কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন। এতে প্রতিবাদ করায় মিলন ও তার সহযোগীরা এ হামলা চালায়।

 

তার ভাষ্য, ‘আমি একা বাসায় ফেরার পথে হঠাৎ কয়েকজন এসে আমাকে অপমান করে এবং শারীরিকভাবে আঘাত করে। তারা বলে—আপনি  তারেক রহমানের কে? এসব বলেই তারা আমাকে ধাক্কাধাক্কি করে এবং মিলনের হাতে থাকা দা দিয়ে কোপ দেয়।’

 

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে তিনি সন্দ্বীপ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

 

পারভীন আক্তার জানান, তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে আতঙ্কে আছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী  বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্ত শেষে রাতে মামলা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট