চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণ: চট্টগ্রামে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫ | ৪:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সদরঘাট থানার ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজারের পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালখালীর পশ্চিম শাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফ হোসেন জানায়, পেকুয়ার দৃষ্টি প্রতিবন্ধী নারীর সাথে সম্রাট ইসলামের পূর্ব পরিচয় ছিল। সম্রাটের পরিবারের পক্ষ থেকে ওই নারীর সাথে বিয়ের প্রস্তাব দিলে নারীর পরিবার তা প্রত্যাখান করে। এজন্য সম্রাট ওই নারীকে বিভিন্ন প্রলোভনে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে না পেয়ে পরিবার সদরঘাট থানায় মামলা দায়ের করে। মামলা রুজুর পর পুলিশ ওই নারীকে উদ্ধার করে।

তিনি আরও জানান, ২২ ধারার জবানবন্দিতে ভুক্তভোগী জানায়- সম্রাট তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং বোয়ালখালীতে ফুফুর বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর পিতা সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

গতকাল রাতে বোয়ালখালীর পশ্চিম শাকপুর এলাকা থেকে সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট