
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতদল।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার প্রবাসী আব্দুল মান্নানের বড় মেয়ের বিয়ে ছিলো। একে কেন্দ্র করে পরিবার ও আত্মীয়স্বজন বেশ কয়েকরাত ঠিকমতো ঘুমাতে না পারায় ঘটনার রাতে সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। তবে পুরুষেরা সামনের বাড়িতে ছিলো। ঘরে মহিলারা অবস্থান করে। এ অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে উপস্থিত মহিলাদের হাত, পা, মুখ বেঁধে সকলের কাছে থাকা সব গহনা নিয়ে যায়। ঘরের আলমিরা না ভাঙলেও বাইরে থাকা নগদ প্রায় ২৫ হাজার টাকাও নিয়ে যায় ডাকাতদল।
ভুক্তভোগী ফাতেমা জানান- আমার ছেলের দেওয়া হাতের, কানের, গহনা তারা খুলে নিয়ে নেয়। প্রায় ৫ ভরি স্বর্ণ ছিলো। তারা সামনের দরজা দিয়ে ডুকে আমাদের সব মহিলার হাত পা বেঁধে পেলে, গলায় চুরি ধরে। না দিলে গলা কেটে হত্যার হুমকি দেয়।
প্রবাসীর আত্মীয় ও স্থানীয় মেম্বার নুরুল আনোয়ার জানান, আমরা ক্লান্ত শরীরে বাড়িতে ঘুমিয়ে পড়ি। আমার ভগ্নিপতির পাশের বাড়ি আমাদের। এ অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আমার স্ত্রী ডেকে তুলেন এবং বলেন বোনের বাড়ি থেকে জোরে শব্দ হচ্ছে। তাৎক্ষণিকভাবে দৌঁড়ে এসে দেখি তখনও ঘরের ভেতরে ডাকাতরা ছিলো। সেসময় ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের লোকেরা আসতে আসতে তারা পেছনের জমি দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, বিয়ে উপলক্ষে সব মহিলার কাছে গহনা থাকায় সবমিলিয়ে প্রায় ১৬-১৭ ভরি নিয়ে গেছে। এছাড়াও ঘরের একটি ড্রাম থেকে নগদ ২৫ হাজার টাকার মত নিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশের বাড়ির একটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে মুখোশ পরা দুজনকে দেখা যাচ্ছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করতেছি।
পূর্বকোণ/এএইচ