
কক্সবাজরের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় অপহরণ করেছে সশস্ত্র রোহিঙ্গারা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম (৫০) ওই এলাকার শামশুল আলমের ছেলে।
অপহৃতের ছেলে কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী একদল সন্ত্রাসী হঠাৎ বাড়িতে হানা দেয়। দরজা বন্ধ পেয়ে তারা প্রথমে বাড়িতে প্রায় ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে দরজা ভেঙে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় বাড়ির সদস্যদের ওপর নির্মম মারধর চালায় এবং ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলার সময় গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ (এপিবিএন) পরিদর্শক শফিকুল ইসলাম রাজু বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প সংলগ্ন পাহাড়ে কয়েকটি অস্ত্রধারী ডাকাত দলের গ্রুপ রয়েছে তারাই তাকে অপহরণ করেছে। অপহৃতকে উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পারভেজ