চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় আগুনে পুড়ল ৭ বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পেকুয়ায় আগুনে পুড়ল ৭ বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পেকুয়া সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৫ | ৮:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়েছে ৭ টি বসত ঘর। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার মৃত আবু বক্করের ছেলে আহমদ নুর, আহমদ ছবি, তাঁর ছেলে আব্দুল করিম, আইয়ুব নবী, আহমদ নুরের ছেলে মো. আরিফ, তাদের পার্শ্ববর্তী বাড়ি জয়নাল আবদীনের ছেলে মো : আজমগীর ও জিয়াবুলের স্ত্রী কাউছার বেগম।

বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।

আরিফের পরিবার বলেন, নতুন ঘর নির্মাণ করতে আলমারিতে ছিল চার লক্ষ টাকা ছিল। আগুনে টাকাগুলো পুড়ে ছাই হয়ে গেল।

পেকুয়া  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা গেছে, তারা খবর পেয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট