চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড

সবুজটিলার পাহাড় কেটে ২ লাখ টাকা জরিমানা গুনল একজন

হাটহাজারী সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৫ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় কাটার দায়ে মো. কায়েছ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সবুজটিলায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।

অভিযুক্ত কায়েছ ফরহাদাবাদ ইউনিয়নের কাটিরহাট এলাকার আবদুর রহমান টেন্ডলের বাড়ির মহরম আলীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, সবুজটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় একজনকে ২ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট