
চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল ও বেকারিসহ তিনটি প্রতিষ্টানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ফরচুন দিপুমণি প্রতিষ্ঠানকে ৩০ হাজার, ঢাকা বেকারিকে ৫০ ও আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পূর্বকোণ/এএইচসি