চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সোনাদিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনাদিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহেশখালী সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৫ | ৮:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ঝাউগাছ কেটে সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা অবৈধ কটেজ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে যৌথ অভিযানে কিছু অবৈধ কটেজ উচ্ছেদ করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ।

তিনি বলেন, সোনাদিয়াতে কোন অবৈধ স্থাপনা,গাছ কাটা, মহিষ চড়ানো ও প্যারাবন কেটে অবৈধ বাধ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিষেধ অমান্য করে তাহলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

প্রসঙ্গত, সম্প্রতি সোনাদিয়া ঝাউগাছ কেটে কটেজ শিরোনামে সংবাদ প্রকাশের পর সোনাদিয়ায় ঝাউবন কেটে গড়ে উঠা অবৈধ কটেজ ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

 

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট