
বান্দরবানের রুমায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে অন্তত ১১ পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রুমা বাগালেক সড়কের দার্জিলিং পাড়ার কাছে পেপে বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন-মো. ফারুক, সিদ্দিকুর রহমান, রুবায়েত হোসেন, রুমিয়া আক্তার, জিপের চালক মো. সোহেল ও টুরিস্ট গাইড স্বপন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পর্যটকরা বুধবার ঢাকা থেকে বান্দরবানে আসেন। আজ সকালে একটি চাঁদের গাড়ি নিয়ে রুমা হয়ে বগালেকে ভ্রমণে যায়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদানান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বকোণ/পিআর