
লামায় ট্রাক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল নামে এক ট্রাক ড্রাইভার মারা গেছেন। লামা- চকরিয়া সড়কের পশ্চিম মিরিঞ্জা এলাকায় বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো. মোস্তফা কামাল টাটা কোম্পানির গাড়ি নাম্বার- ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) এর ড্রাইভার। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
গাড়িটি একটি ফ্রেস কোম্পানির মুরগির খাদ্য বহন করে লামায় আসছিল। যাত্রাপথে পশ্চিম মিরিঞ্জা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ