
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানগুলো হলো, নিউরন ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল্যান্ড হেলথ কেয়ার এবং মহেশখালী প্যাথলজি ল্যাব।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকার রক্ষা করতে নিয়ম ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না। আমাদের লক্ষ্য শুধু জরিমানা নয়, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। যেসব প্রতিষ্ঠান নিয়ম না মেনে ব্যবসা করে রোগীকে ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে ডায়গনস্টিকের রেজিস্ট্রেশন সনদ, ল্যাব সরঞ্জামের মান, রোগী নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা সরেজমিন পরিদর্শন করা হয়।
পূর্বকোণ/পারভেজ