
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে জাহেদ তালুকদার (৪৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আহত যুবদলকর্মীর নাম জাহেদ তালুকদার (৪৫)। তিনি উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। তার ডান পায়ে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, রাতের দিকে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে যারা এই হামলায় জড়িত, তারা কেউ এখন দলের কোনো দায়িত্বে নেই।’
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জাহেদ তালুকদার নামের ওই ব্যক্তির ডান পায়ে গুলি করা হয়েছে। কালু নামে এক সন্ত্রাসী তাকে গুলি করেন। তবে কালুর সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের ধরতে অভিযান চলছে।
পূর্বকোণ/পারভেজ