
কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর মো. নুরশেদ (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
উদ্ধার কিশোর নুরশেদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর আমরা মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম নুরশেদকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/এএইচ