
চট্টগ্রামের রাউজানে সাবেক ইউপি সদস্য শ্যামল বড়ুয়াকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামল বড়ৃয়া উপজেলার পশ্চিম বিনাজুরী মরহুম সুরনজন বড়ুয়ার ছেলে। শ্যামল বড়ুয়া পশ্চিম বিনাজুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। আজ ১৭ নভেম্বর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, শ্যামল বড়ুয়াকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পূর্বকোণ/পারভেজ