চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১৭ নভেম্বর, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজান থানার হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার আসামিরা হলো-চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকার রহমত আলী বয়াতির ছেলে আবু তাহের (৪৮) ও রাউজান থানার চিকদাইর এলাকার আব্দুল হাদীর ছেলে মো. শাহাব উদ্দিন (৩৪)।

 

র‌্যাব জানায়, গতকাল রবিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা থেকে সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

 

অপরদিকে গতকাল রবিবার দুপুর আড়াইটায় রাউজান থানাধীন চিকদাইর এলাকা হত্যা ও ডাকাতি মামলার আসামি মো. শাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট