
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, উত্তর শিলখালী এলাকার ইসমাইলের ছেলে আবুল হাসেম (২৮) ও শামলাপুর বদি আলম সওদাগরের পুত্র মো. বেলাল (৩০)।
শনিবার (১৫ নভেম্বর) উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অপহরণে জড়িত সকলকে গ্রেপ্তার না করা অবধি এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ