
কক্সবাজারের রামুতে আলোচিত টমটম চালক সোহেল হত্যা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দিন (২৫), রামুর ধলিরছড়ার মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, হত্যা মামলাটির তদন্তকালীন র্যাব দুই সহযোগী আসামিকে গ্রেপ্তার করেছিল। এখন প্রধান আসামিসহ মোট তিনজন গ্রেপ্তার হওয়ায় আলোচ্য হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহজ হবে। গ্রেপ্তার জসিম উদ্দিনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত সোহেল গত ২ আগস্ট টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন বাড়ির পাশের একটি নালায় সোহেলের মরদেহ পাওয়া যায়।
পূর্বকোণ/পারভেজ