চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মাহফিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ে ২ শিক্ষার্থী নিহত

মাহফিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ে ২ শিক্ষার্থী নিহত

মিরসরাই সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৫ | ৯:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাহফিলে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছড়ারকুল এলাকার ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। ফখরুল নোয়াখালীর দুলাল মিয়ার ছেলে ও কাউছার কুড়িগ্রামের আবদুল কাদেরের ছেলে। আহত দুইজন একই মাদরাসার ছাত্র আরমান ও মুসলিম উদ্দিন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, ঘটনায় জড়িত মোটর সাইকেল চালককে আটক করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ছাত্ররা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় মোটর সাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ছাত্রদের ওপর তুলে দিলে এই দুর্ঘনা ঘটে। 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট