
নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক এডভোকেট মহসীন চৌধুরী। তিনি বলেন, খেলার মাঠের স্বল্পতা ও আধুনিক ডিভাইসের প্রাবল্য বর্তমান প্রজন্মকে খেলাধূলা থেকে বিমুখ করছে। খেলার মাঠ রক্ষাসহ যুব সমাজকে সঠিক ধারায় পরিচালিত করতে গণঅধিকার পরিষদ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গণঅধিকার পরিষদের ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক সালমান সুলাইমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব হাসান তারেক। ফটিকছড়ি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ফটিকছড়ি সদস্য সচিব আমানুল্লাহ। খেলায় ২০১১/১২ সমন্বয় দল টাইব্রেকারে জয়লাভ করে।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ