
রাঙামাটির কাপ্তাইয়ে বন মামলার আসামি সোহেল পাটোয়ারী ওরফে ভাঙা সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সোহেল পাটোয়ারী চন্দ্রঘোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোব্বাতের ঘোনার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকা থেকে ভাঙা সোহেলকে গ্রেপ্তার করা হয়। কেপিএমের নিজস্ব বন থেকে গাছ কাটার অভিযোগের তার বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে কাপ্তাই থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।
সোহেল পাটোয়ারীর অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে সম্প্রতি মানববন্ধন করেছে।
পূর্বকোণ/এএইচ