চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় চাচাত ভাইকে হত্যা: ৩৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

১৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ

‎রাঙ্গুনিয়ায় চাচাত ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মুসা (৫৫) প্রকাশ বাইল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার মুসা উপজেলার হোসনাবাদ ইউনিয়নের পূর্ব খীলমোগলের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

‎আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ৮ জানুয়ারি আপন চাচাত ভাইকে ভারী বস্তুর আঘাতে খুন করার দায়ে তার বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি দীর্ঘদিন পলাতক অবস্থায় মধ্যপ্রাচ্য ওমানে ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চাচাত ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্বকোণ/‎রাহাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট