চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৫ | ১২:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সরফভাটা ইউনিয়নের শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আব্দুল মান্নান পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।।

‎জানা গেছে, আব্দুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট