
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সরফভাটা ইউনিয়নের শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী।
আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আব্দুল মান্নান পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।।
জানা গেছে, আব্দুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম।
পূর্বকোণ/এএইচ