
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের মনোনয়ন পরিবর্তের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ০৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়। এসময় মিছিলটি টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে মিছিলে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্মিলিত পুত্তলিকা দাহ করা হয়।
স্লোগানের বিক্ষোভ কারীরা এই আসনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে উদ্দেশ্য করে বলেন, মীরজাফরের ঠিকানা আনোয়ারায় হবে না, সুবিধাবাদীর ঠিকানা আনোয়ারায় হবে না, মুনাফেকের ঠিকানা আনোয়ারায় হবে না বলে স্লোগান দেন। বিএনপির মনোনয়নকে টাকার মনোনয়ন উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, কালো টাকার মনোনয়ন মানি না মানবো না, সিন্ডিকেটের মনোনয়ন মানি না মানাবো না বলে স্লোগান দেন।
এসময় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ সময়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, এবং ঝড়-ঝাপটা উপেক্ষা করে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি আজ এমন একজনকে মনোনয়ন দিয়েছেন যাকে গত ১৭বছর খুঁজে পাওয়া যায়নি। তাই তৃণমূল আজ হতাশ আমরা এই মনোনয়ন বাতিল চাই।
পূর্বকোণ/এএইচ