
কক্সবাজারের সেন্টমার্টিনে মিয়ানমার থেকে খাদ্যপণ্য ও নির্মাণসামগ্রীর বিনিময়ে মাদক আনার চেষ্টার সময় ২২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে খাদ্যপণ্যের বিনিময়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করবে এমন খবরে দুটি ফিশিং ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৩৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকার ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্টসহ ২২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মালামাল, বোট ও গ্রেপ্তারদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/কেএইচ/এএইচ