চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পণ্যের মেয়াদে গড়মিল তথ্য এক প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের মেয়াদে গড়মিল, বোয়ালখালীর আলো সুইটস গুনল জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ

পণ্যের গায়ে গড়মিল তথ্য উপস্থাপন এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রামের বোয়ালখালীতে আলো সুইটস নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার শাকপুরা চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, খাদ্য পণ্যের গায়ে মেয়াদের বিভ্রান্তিকর তারিখ লেখা ছিলো। এতে মানবদেহের ক্ষতির আশঙ্কা রয়েছে। আলো সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায় ২০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/এএইচসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট