চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় জালনোটসহ প্রতারক আটক

‎রাঙ্গুনিয়ায় জালনোটসহ প্রতারক আটক

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৫ | ৮:৫২ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোচরা বাজার থেকে ৩২ হাজার টাকার জাল নোটসহ মো. আবদুল মোতালেব ওরফে সুমন (৩৮) নামে  এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সে রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। তবে সে ৪নং কাপ্তাই ইউনিয়ন ৬নং ওয়ার্ড শিল্পএলাকায় স্ব-পরিবারে বসবাস করেন।

 

গোচরা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল জানান, বাজারের পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশাপাশি বিকাশ ব্যবসায় করেন আবদুল মান্নান নামে এক ব্যবসায়ী ৷ তার কাছে মোতালেব নামে ওই ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে গেলে। বিকাশে টাকা পাঠিয়ে দ্রুত সরে যেতে চাইলে সন্দেহ হলে পরে জাল নোট সনাক্ত হয়। এতে বাইক যোগে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন ব্যবসায়ী মান্নান। পরে তার পায়ের সাথে মোজার ভেতরে গুজিয়ে রাখা সব মিলিয়ে ৩২০০০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। পরে থানায় খবর দিলে উপপরিদর্শক মো. মিজান এসে তাকে নিয়ে যায় বলে জানান তিনি।

 

‎সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রতারণার অভিনব কৌশলে জাল নোট চালাতে গিয়ে তাকে হাতেনাতে ধরে পেলে ব্যবসায়ীরা। এ সময় প্রতারণাকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

প্রসঙ্গত তিনি  ১৪/১৭ বছর আগে সেনাবাহিনীতে সুপাহী পদে কর্মরত ছিলেন। বিভিন্ন অপরাধ ও চুরির কারনে সেনাবাহিনী হতে চাকরি চ্যুত হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট