চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা   

১১ নভেম্বর, ২০২৫ | ৭:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মো. আয়ুবকে (২৩) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই ক্যাম্পের মো. সৈয়দ আলমের ছেলে এবং রোহিঙ্গা ডাকাত নূর কামাল গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক কাউছার সিকদার।

 

তিনি জানান, একটি সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদের ভিত্তিতে আজ ভোররাত ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মো. আয়ুবকে গ্রেপ্তার করে। পরে তার লুঙ্গির ভাঁজ  থেকে একটি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট