চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডোবায় মিলল অজ্ঞাতনামা মরদেহ, ডিশের তার দিয়ে বাঁধা শরীর

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

১১ নভেম্বর, ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়া পুকুরের পশ্চিমে মুন্সি বাড়ির পাশে ডোবাতে মরদেহটি দেখতে পেয়েছেন তারা।

স্থানীয়রা জানান, মরদেহের শরীর ডিশের তার দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তিকে অন্য জায়গায় হত্যা করে কে বা কারা লাশটি ডোবায় ফেলে দিয়েছে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর ও মদুনাঘাট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বকোণ/শিমুল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট