চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাউজানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৫ | ১২:১০ পূর্বাহ্ণ

রাউজানের পরোয়ানাভুক্ত আসামি মো. ইকবাল ওরফে ‘মেজর ইকবাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল পৌরসভার মৃত কালু মেম্বারের ছেলে ও রাউজান পৌরসভার সাবেক কমিশনার এসকান্দরের ছোট ভাই।

 

রোববার দিবাগত  রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ইকবালের বিরুদ্ধে এক সময় ৩০টি মামলা ছিল, বর্তমানে ১২টির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২টি হত্যা মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, ইকবালের মোবাইল থেকে অস্ত্রের ছবি পাওয়া গেছে; তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্ষমতা পরিবর্তনের পর বিএনপির একাংশের অনুসারী হন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট